23251

04/30/2025 ‘নগদ’-এ প্রশাসক নিয়োগ করল বাংলাদেশ ব্যাংক

‘নগদ’-এ প্রশাসক নিয়োগ করল বাংলাদেশ ব্যাংক

রাজটাইমস ডেস্ক:

২১ আগস্ট ২০২৪ ২৩:৩২

ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ প্রশাসক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।

বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে প্রশাসক নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম অফিসে মুহম্মদ বদিউজ্জামান দিদারকে চট্টগ্রাম অফিস থেকে প্রধান কার্যালয়ে বদলিপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত করা হলো। সংযুক্ত করে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদে ১ বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

প্রশাসকের কার্যক্রমে সহায়তার জন্য পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের (ডিভিশন-২) অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, ডিভিশন-১ এর যুগ্ম পরিচালক আনোয়ার উল্যাহ্, ডিভিশন-৩ এর যুগ্ম পরিচালক পলাশ মন্ডল, যুগ্ম পরিচালক (আইসিটি) আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, উপপরিচালক (আইসিটি) চয়ন বিশ্বাস, উপ-পরিচালক মো. আইয়ুব খানকে নগদে নিয়োগ প্রদান করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]