2328

05/01/2025 সেই খুকি পেল জয়িতা পুরষ্কার

সেই খুকি পেল জয়িতা পুরষ্কার

রাজটাইমস ডেস্ক

১০ ডিসেম্বর ২০২০ ০০:২৯

সারাদেশে সেই আলোচিত রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি পেলেন রাজশাহী জেলার শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সারাদেশে পরিচিতি পাওয়া এই নারী সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়ার পর অনেকেরই সহায়তা পেয়েছেন।

বুধবার (০৯ ডিসেম্বর) খুকিসহ ১০ জনকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কৃত করা হয় এবং দেওয়া হয় সংবর্ধনা।  

বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর সপুরায় মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল জলিল। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী শাহিন আক্তার রেনী, অধ্যাপক ড. তানজিমা জোহরা হাবিব ও  মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]