23322

05/07/2025 নেপালে ভারতীয় পুণ্যার্থীবাহী বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৪১

নেপালে ভারতীয় পুণ্যার্থীবাহী বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৪১

রাজটাইমস ডেস্ক: 

২৪ আগস্ট ২০২৪ ১৯:৫৫

ভারত থেকে নেপালে যাওয়া পূণ্যার্থীবাহী বাস নদীতে পড়ে আরও ১৪ জন নিহত হয়েছেন। এ নিয়ে ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নেপালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের অধিকাংশ ভারতীয়।

মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন স্থানীয় সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এনডিটিভি ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বাসটি উত্তরপ্রদেশ থেকে যাত্রী নিয়ে নেপালে গিয়েছিল। ঘটনার সময় পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। পথে তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা নদীতে বাসটি পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে খবর দেন এবং নিজেরাই উদ্ধারের চেষ্টা করেন। পরে বাসটি থেকে একে একে ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন জানান, বাসটিতে ঠিক কতজন মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন তার সঠিক পরিসংখ্যান এখনও তাদের হাতে আসেনি। রাজ্য সরকার দিল্লি, নেপালের প্রশাসন ও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।

কেন্দ্র জানিয়েছে, বিমানবাহিনীর হেলিকপ্টারে করে মরদেহ ভারতে ফিরিয়ে আনা হবে। পরে পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]