23643

05/01/2025 রোববার থেকে রাবির ক্লাস-পরীক্ষা চালু

রোববার থেকে রাবির ক্লাস-পরীক্ষা চালু

রাবি প্রতিনিধি:

৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৯

আগামী রোববার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তারিকুল হাসান পদত্যাগ করায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে তার জায়গায় অতিরিক্ত-রেজিস্ট্রার শেখ সা'দ আহমেদকে দায়িত্ব দেওয়াসহ আরও দুইটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে বৈঠকে সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমানিক।

বাকি সিদ্ধান্ত দুটি হলো- বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করে শিগগিরই ক্লাস চালু এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আশরাফুল ইসলাম খান পদত্যাগ করায় তাঁর জায়গায় অফিসের জ্যেষ্ঠতার ভিত্তিতে একজনের নাম প্রস্তাব করা হয়েছে। যাতে পুনরায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা কার্যক্রম শুরু করা যায়।

আজ সন্ধ্যায় সিদ্ধান্তগুলো জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমানিক ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক বিমল কুমার প্রামাণিক।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]