23670

05/01/2025 কুমিল্লায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

কুমিল্লায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

রাজ টাইমস ডেস্ক :

৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৮

কুমিল্লার হোমনা উপজেলায় একই পরিবারের তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

নিহতরা হলেন- হোমনা উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের রেজাউলের মেয়ে মাহামুদা, মামাতো ভাই সাহাব এবং মামাতো ভাইয়ের স্ত্রী তিশা।

বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি জয়নাল আবেদীন। তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আছি।

তবে কে বা কারা তাদের হত্যা করেছে তা জানাতে পারেননি ওসি। এছাড়া স্থানীয়দের কেউই এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছেন না। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

এদিকে একইদিনে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]