05/01/2025 বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ রাজশাহীর সরকারী কর্মকর্তাদের
রাজটাইমস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২০ ২১:৩৬
দেশে ভাস্কর্য ভাংচুরের ঘটনার প্রতিবাদ জানিয়েছে রাজশাহীর বিভাগীয় ও জেলার সরকারি কর্মকর্তারা।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক প্রতিবাদ সভার মাধ্যমে এই প্রতিবাদ জানান তারা।
জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’- শ্লোগান নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খোন্দকার।
এ সময় কর্মসূচী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিআইজি আবদুল বাতেন, জেলা প্রশাসক আবদুল জলিল, অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
বক্তারা ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে বলেন, জাতির পিতার অবমাননা মানে বাঙালি জাতির অবমাননা। তাই এই অপতৎপরতাকারীদের কঠোর হস্তে দমন করতে প্রজাতন্ত্রের সব দক্ষ কর্মকর্তা-কর্মচারীদের সচেষ্ট থাকার আহবান জানানো হয়।
এদিকে, একই ইস্যুতে একই দিন সকালে নগরীর অলোকার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে চেম্বার অব কমার্স। মানববন্ধনে অংশ নেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও চেম্বার অব কমার্সের সভাপতি মো. মনিরুজ্জামান।