23741

05/01/2025 চুয়াডাঙ্গায় নিজ ঘর থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার, ছেলে আটক

চুয়াডাঙ্গায় নিজ ঘর থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার, ছেলে আটক

রাজ টাইমস ডেস্ক :

৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ ঘর থেকে বীর মু‌ক্তি‌যোদ্ধা ও সাবেক নৌ বাহিনীর সদস্য আব্দুস সোবহানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আলমডাঙ্গা শহরের থানাপাড়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে শিশির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, আব্দুস সোবহানের সঙ্গে দীর্ঘ দিন ধরে স্ত্রী-সন্তানদের কলহ চলছিল। তিন দিন আগে রাতে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। সে রাতে ছেলে শিশির বাবার গলাটিপেও ধরেন বলে এলাকাবাসী অভিযোগ তুলেছেন।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন জানান, শনিবার দুপুরে আব্দুস সোবহানের বসতঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সে সময় মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন ছিল।

কয়েক দিন আগে তার মৃত্যু হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনও কোন মামলা হয়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]