2378

07/12/2025 নগরীতে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

নগরীতে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

রাজটাইমস ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২০ ০০:১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রাজশাহীতে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে ক্লেমন ক্রিকেট একাডেমির আয়োজনে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন ও বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লেমন ক্রিকেট একাডেমীর পরিচালক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, দেশ ট্রাভেলসের ম্যানেজিং ডাইরেক্টর বজলুর রহমান রতন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, সাবেক ক্রিকেটার কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, টুর্ণামেন্টে ৮০টি দল অংশগ্রহণ করেছে।

 

এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com