23961

07/14/2025 জামিন পেলেও সাবেক বিচারপতি মানিক ছাড়া পাবেন না

জামিন পেলেও সাবেক বিচারপতি মানিক ছাড়া পাবেন না

রাজটাইমস ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৫

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তবে সিলেটের মামলায় জামিন পেলেও দেশের অন্য স্থানে মামলা থাকায় এখনই কারামুক্ত হচ্ছেন না বিচারপতি মানিক।

মঙ্গলবার সকালে সাবেক বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হলে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশ সকাল ১০টার দিকে এই মামলায় তার জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে সিলেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. জামশেদ আলম বলেন, বিচারপতি মানিকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা আছে। তাই এই মামলায় জামিন পেলেও তিনি জেল থেকে ছাড়া পাবেন না।

প্রসঙ্গত, গত ২৩শে অগাস্ট ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করেছিলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]