24220

05/01/2025 ধামইরহাটে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ধামইরহাটে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মুমিনুল ইসলাম,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৯

নওগাঁর ধামইরহাটে দশম গ্রেডের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদা আক্তার, রাঙামাটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু হেনা মুসা, নিকেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফেরদৌস আলম, হরিতকীডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাকিল আকন্দ, ফার্শিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ুন কবির।

পরে শিক্ষকদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আসমা খাতুনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে শিক্ষকেরা ন্যায্যতা ও গোগ্যতার ভিত্তিতে জীবনমান উন্নয়নে দশম গ্রেড বাস্তবায়নের যুক্তি তুলে ধরে সরকারের নিকট এক দফার দাবি জানানো হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]