24271

05/01/2025 রুয়েটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রুয়েটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রুয়েট প্রতিনিধি:

৫ অক্টোবর ২০২৪ ১৩:২৪

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের  প্রধান ফটক দিয়ে আবার প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. তারিফ উদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সকলের শ্রদ্ধাবোধ ও সম্মান বৃদ্ধির লক্ষ্যে এই র‍্যালির আয়োজন করা হয়। তাছাড়া এর মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যকার বন্ধন আরো দৃঢ় হবে।

প্রসঙ্গত, গত বছর থেকে জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ সরকারিভাবে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উযদাপনের নির্দেশনা দিয়ে গত ৮ সেপ্টেম্বর নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।রুয়েটে বিশ্ব শিক্ষক দিবস পালিত।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]