04/30/2025 রাজশাহীর জামায়াত নেতা আবুল কালাম আজাদের ইন্তিকাল
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৪ ১৭:২২
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর বিশিষ্ট নেতা আবুল কালাম আজাদ (৮০) শুক্রবার বেলা সাড়ে ১২টার সময় ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আবুল কালাম ছিলেন মহানগরী জামায়াতের সাবেক নায়েবে আমীর। এর আগে তিনি মহানগরীর সেক্রেটারি এবং বাংলদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পেশাগত জীবনে ছিলেন একজন ব্যবসায়ী। দীর্ঘদিন তিনি স্ট্রোকজনিত অসুস্থতায় চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাজশাহীর নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
রাজশাহীর পুঠিয়া উপজেলার অধিবাসী হলেও তিনি নগরীর ছোট বনগ্রামে স্থায়ী হন। তাঁর দুই ছেলে ও তিন কন্যা রয়েছে। গতকাল রাত ৯টায় নগরীর ছোট বনগ্রাম বারো রাস্তার মোড়ে জানাজা শেষে হাতেম খান গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক যৌথ বিবৃতি প্রদান করেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও মহানগরীর কর্মপরিষদ সদস্যগণ। বিৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলনের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ ও আপোষহীন।