04/30/2025 ইসলামী আন্দোলন সফল করতে নৈতিক গুনাবলী সম্পন্ন মানুুেষর নেতৃত্ব জরূরী: ড. কেরামত আলী
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৪ ১৭:৩০
দলের নেতাদের উদ্দ্যেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী বলেন, ইসলামী আন্দোলনের সফলতার জন্য নৈতিক গুনাবলী সম্পন্ন নেতৃত্ব খুবই জরূরী। দেশের কল্যানের জন্য সৎ লোকের নেতৃত্ব তৈরির জন্যই কাজ করছে জামায়াতে ইসলামী।
শুক্রবার নগরীর দারুস সালাম কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজপাড়া থানা জামায়াতের সেক্রেটারী মো: মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাজপাড়া থানা জামায়াতের আমীর সোহেল রানা।
এসময় থানার ৫৬ টি ইউনিটের ১৭০ জন দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারী অধ্যাক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যাক্ষ শাহাদৎ হোসাইন, রাজপাড়া থানা জামায়াতের নায়েবে আমির মো: নুরুল ইসলাম মনি প্রমুখ।