24547

05/13/2025 মিরাজের লড়াইও ঠেকাতে পারলো না বাংলাদেশের হার

মিরাজের লড়াইও ঠেকাতে পারলো না বাংলাদেশের হার

রাজ টাইমস ডেস্ক:

২৪ অক্টোবর ২০২৪ ১৬:১০

মিরপুরের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ হারে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো প্রোটিয়ারা।

দিনের শুরুতেই নতুন বল হাতে নেয় দক্ষিণ আফ্রিকা। নতুন বলের সে ৫ ওভারের মধ্যেই অলআউট টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের সকালে কাগিসো রাবাদার তৃতীয় বলে আউট হন নাঈম হাসান। বাংলাদেশ তাদের অষ্টম উইকেট হারায় ২৮৪ রানে।

এরপর মিরাজের ব্যাটে চড়ে তিন অঙ্কের লিড নেয় বাংলাদেশ। তিনি সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। তবে শেষমেশ তা আর পারেননি। আউট হন ৯৭ রানে। বাংলাদেশের ইনিংস থামে ৩০৭ রানে। তাতে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৬ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। চতুর্থ দিনে বাংলাদেশের পতন হওয়া তিন উইকেটের দুইটিই নিয়েছেন তিনি। বাকি উইকেটটি নেন ভিয়ান মুলডার। এ ছাড়া এই ইনিংসে কেশব মহারাজের শিকার ছিল তিনটি।

১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকেন প্রোটয়া ব্যাটাররা। যেন বাংলাদেশের বোলাররা তেমন কোনো প্রতিরোধ গড়তেই পারেনি। টাইগারদের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেছেন ওপেনার টনি ডি জর্জি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]