24674

08/13/2025 বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৪ ২৩:২৫

রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদ এলাকায় বিএনপি দলীয় নেতাকর্মীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ‍

(৩০ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যুবলীগ নেতা ইব্রাহিম শেখ উজ্জলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপি মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।

গ্রেপ্তারকৃত আসামি মো: ইব্রাহিম শেখ উজ্জল (৪৩) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বড় কুঠি পাড়ার মৃত চাঁদ মোহাম্মদের ছেলে। সে ১২ নং ওয়ার্ড যুবলীগের নেতা। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]