24842

04/30/2025 সাফজয়ী নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কার দিবে বাফুফে

সাফজয়ী নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কার দিবে বাফুফে

রাজটাইমস ডেস্ক

৯ নভেম্বর ২০২৪ ২০:২২

সাফ চ্যাম্পিয়নশীপে শিরোপা জয়ী নারী দলকে দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেবার ঘোষনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফের ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মত শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ।

আজ বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বাফুফে কার্যনির্বাহী সদস্যা আমিরুল ইসলাম বাবু নারী দলের জন্য অর্থ পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। শিগগিরই আনুষ্ঠানিক ভাবে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে।

বাবু আরো বলেছেন, ‘শুধু খেলোয়াড় নয়, যারা এই দলের সঙ্গে ছিলের প্রতিটি সদস্য বাফুফের এই পুরস্কার পাবে।’

গত ২ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনায় মেয়েদের দলটিকে সংবর্ধনা দেন।

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাফ জয়ী দলকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পক্ষ থেকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]