24862

05/01/2025 অন্তর্বর্তী সরকারে আরও ৫ উপদেষ্টা যুক্ত হচ্ছেন, সন্ধ্যায় শপথ

অন্তর্বর্তী সরকারে আরও ৫ উপদেষ্টা যুক্ত হচ্ছেন, সন্ধ্যায় শপথ

রাজটাইমস ডেস্ক

১০ নভেম্বর ২০২৪ ১৮:৫৬

অন্তর্বর্তী সরকারে আরও ৫ উপদেষ্টা যুক্ত হচ্ছেন। দায়িত্ব পেতে যাওয়া নতুন উপদেষ্টারা রবিবার সন্ধ্যায় শপথ নেবেন।

উপদেষ্টাদের দুই-একটা মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।

রবিবার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত একটি গণমাধ্যমকে জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবেন।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বর্তমানে ২১ জন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]