24865

05/01/2025 ধামইরহাটে বিষ্ফোরক মামলায় আ.লীগের ২জন নেতা গ্রেফতার

ধামইরহাটে বিষ্ফোরক মামলায় আ.লীগের ২জন নেতা গ্রেফতার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৪ ২০:৫৯

নওগাঁর ধামইরহাটে মারামারি ও বিস্ফোরক মামলায় ফের দুইজন আ’লীগের নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো- জাহানপুর ইউনিয়ন আ’লীগের কার্যনির্বাহী সদস্য কোকিল এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫২)। অপর আসামি উমার ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চানকুড়ি এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (৪০)।

জানা গেছে, গত অক্টোবর মাসে উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের সামনে মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে জোতরাম এলাকার রাজু হোসেন নামের এক ব্যক্তি বাদি হয়ে থানায় ২৬জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরো ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-৬। এই মামলায় জড়িত আরো ৪জনকে পূর্বে গ্রেফতার করেছে পুলিশ।

ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান- বিস্ফোরক আইনে আসামিদের গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]