24891

05/01/2025 তারেক রহমানের জন্মদিন পালন করলে ব্যবস্থা নেবে বিএনপি

তারেক রহমানের জন্মদিন পালন করলে ব্যবস্থা নেবে বিএনপি

রাজটাইমস ডেস্ক

১১ নভেম্বর ২০২৪ ১৯:৩৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী ২০ নভেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা পালন না করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর ২০২৪, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ওইদিন জনাব তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]