25014

05/01/2025 মনে হচ্ছে এই সরকারের সঙ্গে কেউ খেলছে: রিজভী

মনে হচ্ছে এই সরকারের সঙ্গে কেউ খেলছে: রিজভী

রাজটাইমস ডেস্ক

২০ নভেম্বর ২০২৪ ১৭:৫৮

অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টার কর্মকাণ্ড রহস্যজনক বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, উপদেষ্টা নিয়োগে আরও সতর্ক থাকতে হবে। নিরপেক্ষতা দেখাতে গিয়ে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার রাস্তা করা যাবে না।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, উপদেষ্টা নিয়োগে আরও সতর্ক থাকতে হবে। নিরপেক্ষতা দেখাতে গিয়ে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার রাস্তা করা যাবে না।

এ সময় অভিযোগ করে রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসে দেশে অরাজকতা করার চেষ্টা করলেও সেটি বন্ধ করতে পারছে না সরকার।

তিনি আরও বলেন, প্রশাসনে এখন যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছে তাদেরই হয়রানি করছে উপদেষ্টা খোদা বখস।

শেখ হাসিনার পুনরুত্থান হলে এই সরকারের কিংবা অনেক রাজনীতিবিদই রক্ষা পাবেন না জানিয়ে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান রিজভী।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]