25035

05/01/2025 খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল : ফখরুল

খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল : ফখরুল

রাজ টাইমস ডেস্ক

২১ নভেম্বর ২০২৪ ১৮:৪৩

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পরিকল্পিতভাবে ১২ বছর ধরে সশস্ত্র বাহিনী থেকে বেগম খালেদা জিয়াকে দূরে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে সশস্ত্র দিবস উপলক্ষে উপস্থিত হয়ে গণমাধ্যমকে তিনি একথা বলেন।

এ সময় তিনি সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।

মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া তার জীবনের বড় সময়টা দিয়েছেন দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য। তাকে (খালেদা জিয়া) পরিকল্পিতভাবে ১২ বছর ধরে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী থেকে দূরে সরে রাখা হয়েছিল।’

‘আমন্ত্রণ জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে সম্মান দেয়া হয়েছে, এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি,’ বলেন বিএনপি মহাসচিব।

‘আজ গোটা জাতি আনন্দ উপভোগ করছে’ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]