04/30/2025 নওগাঁয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি:
২১ নভেম্বর ২০২৪ ১৮:৫৩
নওগাঁয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পৌর ওয়ার্ড কাপ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় নওগাঁ জেলা ষ্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল এর আয়োজন করে। প্রথমদিন খেলায় পৌর ৪ ও ৭ নম্বর ওয়ার্ড অংশ নেয়। খেলায় ১-০ গোলে ৭ নম্বর ওয়ার্ড বিজয়ী হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো: আমিনুল হক। বেলুন ও ফেষ্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেফটেনেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ খান। খেলা শুরু আগে জেলা নৃত্যাঞ্জলী এডাডেমির শিক্ষার্থীরা নৃত্যা পরিবেশন করে। এসময় বিভিন্ন বয়সী খেলাপ্রেমীরা ফুটবল উপভোগ করে।
আয়োজকরা জানান, নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ড। টুর্নামেন্টে মোট ৯ টি দল অংশগ্রহণ করবে। সেমিফাইনলের পর পরবর্তীতে চুড়ান্ত খেলা হবে।
এসময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো: আমিনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনৈতিক করণ করে ধ্বংস করে ফেলেছে।
এতে পিছিয়ে গেছে ক্রীড়াঙ্গন। নতুন স্বাধীন বাংলাদেশে ভবিষ্যতে আর কখনো ক্রীড়াঙ্গনকে যাতে দলীয় ও রাজনৈতিককরণ করা না হয় বিএনপি সেই কাজ করছে। মাঠের যারা ক্রীড়া সংগঠক তাদেরকে ফিরিয়ে এনিয়ে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো হবে। যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও একটি সুন্দর পরিবেশে সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবে বিএনপি।
এসময় খেলার মাঠে জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নানু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলু, নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়োজিত হোসেন পলাশ,যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম টুকু, মামুনুর রহমান রিপন ও শফিউল আযম রানা, জেলা জজ কোর্টের পিপি এ্যাড. এ জেড এম রফিকুল ইসলাম, টুর্নামেন্ট কমিটি'র আহবায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক, কমিটির সদস্য শামিনুর রহমান শামীমসহ অন্যরা উপস্থিত ছিলেন।