25158

05/01/2025 এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোন জাত পাত থাকবে না : ডা. শফিকুর রহমান

এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোন জাত পাত থাকবে না : ডা. শফিকুর রহমান

রাজটাইমস ডেস্ক

২৯ নভেম্বর ২০২৪ ২১:৪৩

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে। স্বৈরাচারের পতনের সাথে সাথে দেশ থেকে সমস্ত জুলুম নির্যাতনের অবসান হয়েছে। আগামীতে এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে কোন জাতপাত দল ধর্মের ব্যবধান থাকবে না।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

যশোর ঐতিহ্যবাহী এবং আন্দোলন সংগ্রামের এলাকা উল্লেখ আমীরে জামায়াত বলেন, নবম ডিভিশনের সেক্টর কমান্ডার স্বাধীন বাংলাদেশে প্রথম মেজর এম এ জলিল তাঁর সংগীদেরকে সাথে নিয়ে লুটেরাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন যশোর থেকে। তাই আমরা যশোরকে বিশেষ দৃষ্টিতে দেখি।

বক্তব্য শেষে সম্প্রতি যশোরে সন্ত্রাসী হামলায় নিহত জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলের সন্তানকে কোলে নিয়ে আদর করেন ডা. শফিকুর রহমান।

৩০ নভেম্বর সাতক্ষীরায় রুকন ও কর্মী সম্মেলনে যাবার পথে তিনি যশোরে পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন। এসময় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পথসভা রীতিমত জনসভায় রুপ নেয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। বক্তব্য রাখেন সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান সহ-সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হুসাইন, মাওলানা রেজাউল করিম, আনোয়ারুল ইসলাম, নুর আলা নুর মামুন, আবু ফয়সাল প্রমুখ।

জামায়াত আমীরের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস দেখা যায়। আগামী ২৭ ডিসেম্বর যশোরে কর্মী সম্মেলন আয়োজন করা হবে বলে জানান নেতৃবৃন্দ। সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা থেকে বিমানযোগে যশোরে আসলে নেতৃবৃন্দ সেখানে শুভেচ্ছা জানান জামায়াতের আমীরকে।

উল্লেখ্য, ৩০ নভেম্বর সাতক্ষীরা বালক বিদ্যালয়ে রুকন ও কর্মী সম্মেলনে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর। যাবার পথে তিনি যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা এবং শার্শার নাভারণ সাতক্ষীরা মোড়ে পৃথক পথসভায় বক্তব্য রাখেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]