25168

05/01/2025 ২৪ ঘণ্টায় আরো ১০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

২৪ ঘণ্টায় আরো ১০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

রাজটাইমস ডেস্ক

৩০ নভেম্বর ২০২৪ ১১:০৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে উত্তরের বেইত লাহিয়ার দুটি বাড়িতে বিমান হামলায় ৭৫ জন নিহত হয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, অবরুদ্ধ অঞ্চলটির সরকারি মিডিয়া অফিস বলছে, গাজায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষুধার পাশাপাশি দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে।

আল জাজিরা আরো জানিয়েছে, গাজায় আবারো হামলা জোরদার করেছে ইসরাইল। বিশেষ করে গাজার উত্তরাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় শহরকে টার্গেট করে অগ্রসর হচ্ছে দখলদার বাহিনী। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ জন নিহত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৩৬৩ জনে পৌঁছেছে। আর আহত হয়েছে আরো এক লাখ পাঁচ হাজার ৭০ জন।

এদিকে লেবাননে মারা গেছেন তিন হাজার ৯৬১ জন। আহত হয়েছেন ১৬ হাজার ৫২০ জন।

জাতিসঙ্ঘের মতে, ইসরাইলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সঙ্কটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৭০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

সূত্র : আল জাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]