25201

04/30/2025 পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির মসনদে জয় শাহ্

পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির মসনদে জয় শাহ্

রাজটাইমস ডেস্ক

১ ডিসেম্বর ২০২৪ ১৮:৩২

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করলেন জয় শাহ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের মধ্যেই আইসিসির মসনদে বসলেন জয়। বিসিসিআইয়ের সদ্য প্রাক্তন সচিব পঞ্চম ভারতীয় হিসেবে সংস্থাটির সর্বোচ্চ পদে আসীন হলেন তিনি। তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র।

প্রত্যাশা মতোই ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যানের কার্যভার গ্রহণ করলেন জয়। দায়িত্ব নিয়ে দুটি লক্ষ্যের কথা জানিয়েছে তিনি। এর মধ্যে রয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি এবং নারী ক্রিকেটের অগ্রগতিকে অগ্রাধিকার।

দায়িত্ব নেওয়ার পর জয় বলেছেন, ‘আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। আইসিসির পরিচালক এবং সদস্য বোর্ডগুলির সমর্থন এবং বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ক্রিকেটের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সময়। আমরা এখন ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছি। বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির জন্যও কাজ করছি আমরা। চেষ্টা করা হচ্ছে খেলাটাকে আরও আকর্ষণীয় করার। তিন ধরনের ক্রিকেটকেই এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলাদের ক্রিকেটেরও বিশ্বব্যাপী প্রসারের চেষ্টা করা হচ্ছে। আমাদের সব সুযোগ কাজে লাগাতে হবে। আইসিসির সব কমিটি এবং সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করতে চাই।’

নিজের বক্তব্যে ধন্যবাদ জানিয়েছেন আগের সভাপতি গ্রেগ বার্কলেকেও। তারই স্থলাভিষিক্ত হয়েছেন জয়। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে তার কাজ শুরু। বিসিসিআইয়ে কনিষ্ঠতম সচিবও তিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে। জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন, শশাঙ্ক মনোহরের পর পঞ্চম ভারতীয় হিসাবে আইসিসির সর্বোচ্চ পদে বসলেন জয়।

সূত্র: আনন্দবাজার

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]