25617

04/30/2025 আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন

আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন

রাজ টাইমস ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৪ ১১:৫৭

কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের উড়োজাহাজটি রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই ভূপাতিত করেছে বলে শিকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এ ‘দুঃখজনক ঘটনাটির’ জন্য শনিবার ক্ষমাও চেয়েছেন পুতিন।

ফ্লাইট জে২-৮২৪৩ বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে প্রতিবেশী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রজনিতে যাচ্ছিল। কিন্তু রাশিয়ার ওই অঞ্চলের কয়েকটি শহরে ইউক্রেইনীয় ড্রোন হামলা চালাচ্ছে এমন খবরের ভিত্তিতে উড়োজাহাজটিকে অন্য দিকে পাঠিয়ে দেওয়া হয়। খবর তাসের।

সেটি পাশের কাস্পিয়ান সাগর পার হয়ে কয়েকশ মাইল দূরের কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের দিকে যায়, কিন্তু শহরটির কয়েক কিলোমিটার উড়োজাহাজটি আগুনের একটি বল হয়ে বিধ্বস্ত হয় আর তাতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়।

রয়টার্স লিখেছে, ইউক্রেইনীয় ড্রোনের বিরুদ্ধে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করার সময় আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এই ‘দুঃখজন ঘটনার’ জন্য প্রেসিডেন্ট পুতিন আজারবাইজানের প্রেসিডেন্টের প্রতি ক্ষমা প্রার্থনা করেছেন।

বৃহস্পতিবার এই বিপর্যয়ের তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট চারটি সূত্র প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে রয়টার্সকে জানান, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ভুল করে উড়োজাহাজটিকে গুলি করে ভূপাতিত করেছে।

শনিবার এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশসীমায় ঘটা দুঃখজনক ঘটনাটির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আবারও তার গভীর ও আন্তরিক সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ক্রেমলিন বলেছে, ওই সময়, গ্রোজনি, মোজদোক ও ভ্লদিকাভকাজে ইউক্রেইনীয় মানুষবিহীন আকাশযানের হামলা চলছিল আর রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই হামলাগুলো প্রতিরোধ করে।

এমব্রেয়ার কোম্পানির তৈরি যাত্রীবাহী বিমানটি আজারবাইজানের বাকু থেকে ৬৯ জন আরোহী নিয়ে চেচনিয়ার গ্রজনিতে যাচ্ছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]