25752

07/10/2025 রাজধানী বদলাচ্ছে ইরান

রাজধানী বদলাচ্ছে ইরান

রাজটাইমস ডেস্ক

১০ জানুয়ারী ২০২৫ ১৮:২৪

রাজধানী স্থানান্তরের কথা ভাবছে ইরান। উপকূলীয় শহর মাক্রানকে নতুন রাজধানী করা হতে পারে। স্থানীয় সংবাদমাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখ্যা, পানি ও বিদ্যুতের সঙ্কট বাড়ছে বর্তমান রাজধানী তেহরানে। এহেন পরিস্থিতি মোকাবেলার জন্য এমন সিদ্ধান্তের করা ভাবা হচ্ছে। এছাড়া সমুদ্র বন্দরভিত্তিক রাজধানী হলে দেশটি কৌশলগত ও অর্থনৈতিক সুফলও লাভ করবে।

নতুন রাজধানী নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে তেহরান। ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মাক্রানে অবশ্যই আমাদের নতুন রাজধানী হবে। এতে আমাদের দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্প্রসারণ ঘটবে। এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি। এ বিষয়ে শিক্ষাবিদ, অভিজাত, বিশেষজ্ঞ, প্রকৌশলী, সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদদের সহযোগিতা চেয়েছি।

উল্লেখ্য, ইরানের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নতুন নয়। তিন দশক ধরে এই আলোচনা চলে আসছে। তেহরান প্রদেশে জনসংখ্যার ঘনত্ব বেড়েছে। প্রদেশটি প্রায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। এখানে পানিরও তীব্র সঙ্কট দেখা দিয়েছে। এসব কারণেই আমরা রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি।

সূত : তেহরান টাইমস, ইরানি ইন্টারন্যাশনাল

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com