26071

04/30/2025 ২০২৫ সালের হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি আরব

২০২৫ সালের হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি আরব

রাজটাইমস ডেস্ক

৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৬

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় ২০২৫ সালের হজ মৌসুমে শিশুদের সঙ্গী হিসেবে নেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির হজ ও ওমরাবিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিবছর তীব্র ভিড়ের সাথে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজযাত্রার সময় তাদের কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

মন্ত্রণালয় আরো ঘোষণা করেছে, ২০২৫ সালের হজে অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে তাদের, যারা এর আগে হজ করেননি।

বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দু’টি মাধ্যমে নিবন্ধন চালু করা হয়েছে। হজযাত্রীদের তথ্য যাচাই-বাছাই, সঙ্গীদের যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]