26119

08/14/2025 রুয়েটে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু

রুয়েটে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু

রুয়েট প্রতিনিধি:

১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ করা হবে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল, যন্ত্রকৌশল এবং বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং, এম.ইঞ্জ, এমফিল এবং পিএইচডি প্রোগ্রামের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ভর্তির যোগ্যতা নির্ধারিত হবে একাডেমিক ফলাফল এবং নির্দিষ্ট ক্ষেত্রে লিখিত পরীক্ষা বা মৌখিক সাক্ষাৎকারের ভিত্তিতে। বিস্তারিত তথ্য ও নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.pg.ruet.ac.bd) এ পাওয়া যাবে।

-ভর্তি প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ সময়সূচি:
-আবেদন শুরু: ১২ ফেব্রুয়ারি ২০২৫
-আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫
-ভর্তি পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে): ৩ মার্চ - ১০ মার্চ ২০২৫
-ফলাফল প্রকাশ: ১৩ মার্চ ২০২৫
-ভর্তি ফি: ১,০০০ টাকা (ফেরতযোগ্য নয়)
- ক্লাস শুরুর তারিখ: ১৪ এপ্রিল ২০২৫

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রুয়েটের নির্ধারিত ওয়েবসাইট (www.pg.ruet.ac.bd) থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে পারবেন। নির্ধারিত ফি পরিশোধ এবং প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর আবেদন চূড়ান্তভাবে গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]