26399

05/06/2025 হঠাৎ অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব

হঠাৎ অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব

রাজটাইমস ডেস্ক

৩ মার্চ ২০২৫ ১৩:৪৬

হঠাৎ করে শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০২মার্চ) রাতে মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, আজকে (সোমবার) সকালে স্যারকে দেখে এসেছি। আগের চেয়ে ভালো বোধ করছেন। মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

অসুস্থতার বিষয়ে শায়রুল কবির জানান, অমর একুশে বই মেলার শেষের দিকে একটি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন বিএনপি মহাসচিব। মেলায় অনেক ধুলা ময়লার কারণে তিনি অসুস্থ বোধ করেন। পরে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিএনপি মহাসচিবের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মিডিয়া সেলের এই সদস্য।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com