27066

04/29/2025 ধামইরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ধামইরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২৮ এপ্রিল ২০২৫ ২০:৫৩

নওগাঁর ধামইরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। "দন্ডে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই–লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই" এই শ্লোগান নিয়ে ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) বেলা সোয়া দশটায় উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে একটি র‍্যালি ধামইরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকার কর্তৃক আর্থিকভাবে অসচ্ছল অসহায় সম্বলহীন এবং আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ ব্যাক্তিকে ধরন অনুযায়ী আইন সহায়তা বিষয়ক বিষদ আলোচনা করা হয়।

এসময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ, পুশিল কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ আলোচনায় অংশ নেন এবং আইন সহায়তা সমন্ধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য মতামত পোষণ করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]