05/01/2025 কমেছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
রাজ টাইমস ডেস্ক
১ মে ২০২৫ ১০:১৩
লিটারপ্রতি ১ টাকা হ্রাস করে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বৃহস্পতিবার (১ মে) থেকে নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিনের প্রতি লিটারের মূল্য হবে ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে চলতি বছরের ১ ফেব্রুয়ারি জ্বালানি তেলের দাম ১ টাকা করে বাড়িয়ে ডিজেল ও কেরোসিন ১০৫ টাকা, পেট্রোল ১২২ টাকা এবং অকটেন ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। মার্চ ও এপ্রিল মাসে এই দাম অপরিবর্তিত রাখা হয়। গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে।
এতে প্রতিমাসে বাজার পরিস্থিতি অনুযায়ী জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে। কখনো দাম কমানো হয়েছে, কখনো অপরিবর্তিত রাখা হয়েছে, আবার কিছু মাসে দাম বেড়েছে।