27157

05/05/2025 জম্মু-কাশ্মিরে নিহত ৩ ভারতীয় সেনা

জম্মু-কাশ্মিরে নিহত ৩ ভারতীয় সেনা

রাজ টাইমস ডেস্ক

৪ মে ২০২৫ ১৮:১৪

জম্মু ও কাশ্মিরের রামবান জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি গভীর খাদে পড়ে তিন সেনা সদস্য নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ব্যাটারি চশমা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নিহত সেনাদের নাম অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ৭০০ ফুট গভীর খাদে গাড়ির ছিন্নভিন্ন অংশ দেখা গেছে। সৈন্যদের লাশ, তাদের ব্যবহৃত জিনিসপত্র এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দুর্ঘটনাস্থলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল।

দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মির পুলিশ, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযানে অংশ নেন। এখনো উদ্ধার তৎপরতা চলছে।

প্রাথমিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও পাহাড়ি রাস্তা এবং কঠিন ভূপ্রকৃতির কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে এক উগ্রবাদী হামলায় ২৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় ভারত পাকিস্তানের দিকে অভিযোগের আঙ্গুল তুললেও কোনো প্রমাণ পেশ করতে পারেনি।

সূত্র : এনডিটিভি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]