27185

05/06/2025 রুয়েটে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের উদ্যোগে সিম্পোজিয়াম অনুষ্ঠিত

রুয়েটে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের উদ্যোগে সিম্পোজিয়াম অনুষ্ঠিত

রুয়েট প্রতিনিধি

৫ মে ২০২৫ ২৩:১৪

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও কারিগরি কর্মকর্তাদের অংশগ্রহণে “The Role of Research & Development (R&D) in Energy and Power Sector” শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের হল রুমে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এই সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) এর রেক্টর মোহাম্মদ আলাউদ্দীন ও বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর সদস্য (অতিরিক্ত সচিব) ড. মো. রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক।

সিম্পোজিয়ামে বক্তরা বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবন কেবল দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য নয়, বরং টেকসই উন্নয়নের পথনির্দেশক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা গবেষণা ও উন্নয়ন খাতকে অধিকতর শক্তিশালী করতে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকার এবং শিল্প খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর জোর দেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, শক্তির দক্ষ ব্যবহার ও পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে তরুণ গবেষকদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।

সিম্পোজিয়ামে রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) অধীনে ইনোভেশন বিভাগের পরিচালক ড. হাছান মাহমুদ, রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুর মোর্শেদ এবং যন্ত্রকৌশল বিভাগের মাস্টার্সের ছাত্র রিসার্চ এসিসটেন্ট মো. তারিকুল ইসলাম।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]