27225

05/09/2025 পাকিস্তানের একাধিক স্থানে ১২টি ভারতীয় ড্রোন ভূপাতিত

পাকিস্তানের একাধিক স্থানে ১২টি ভারতীয় ড্রোন ভূপাতিত

রাজ টাইমস ডেস্ক

৮ মে ২০২৫ ১৫:০৬

পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর পাঠানো ১২টি ড্রোন একাধিক স্থানে প্রতিহত ও ধ্বংস করেছে পাকিস্তান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ৭ ও ৮ মে বিভিন্ন এলাকায় ভারতীয় ড্রোন প্রবেশের চেষ্টা করে। তবে পাকিস্তান সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়ায় এসব ড্রোন ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

ড্রোনগুলো যেসব স্থানে ভূপাতিত হয়েছে

লাহোর, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, চকওয়াল, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, করাচি, চোর, মিয়ানো এবং আটক এলাকায় এসব ড্রোন প্রতিহত করা হয়েছে।

ডিজি আইএসপিআর জানান, একটি ড্রোন আংশিকভাবে লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন। এছাড়া সিন্ধুর মিয়ানো এলাকায় ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ

এই ধরনের ড্রোন হামলাকে আগ্রাসনের ধারাবাহিকতা বলে উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ‘পাকিস্তানের আকাশসীমা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।’

তিনি আরও জানান, পাকিস্তান বিমান বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং এর ফলে লাইন অব কন্ট্রোলে ভারতের পক্ষ উল্লেখযোগ্য প্রাণহানি হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বার্তা

ডিজি আইএসপিআর বলেন, ‘ভারত যেভাবে উসকানিমূলক সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, তা শুধু দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে।’

তিনি পাকিস্তানি জনগণের উদ্দেশে বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত এবং পরবর্তী পরিস্থিতির আপডেট সময়মতো জানানো হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]