27237

05/10/2025 অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা: নাহিদ

অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা: নাহিদ

রাজ টাইমস ডেস্ক

৯ মে ২০২৫ ০৮:২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্বই ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।

বৃহস্পতিবার মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সরকারের ভেতরে ও বাইরে বারবার এই দাবি জানিয়েছি। কিন্তু আজ নয় মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাই আমাদের আবারও রাজপথে নামতে হলো।’

বৃহস্পতিবার রাত ১টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে ‘যমুনা’র সামনে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারাও।

রাত ২টার দিকে এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও অবস্থান কর্মসূচিতে যোগ দেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের একদল নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে যোগ দেন। এর কিছুক্ষণ পর, রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও কর্মসূচিতে অংশ নেন।

রাত ২টার কিছু আগে যমুনার সামনে মাইক হাতে স্লোগান দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেসময় যমুনা ও আশপাশের এলাকা স্লোগানে উত্তাল হয়ে ওঠে। স্লোগান ছিল— ‘ব্যান করো, ব্যান করো—আওয়ামী লীগকে ব্যান করো!’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’, ‘ওয়ান, টু, থ্রি, ফোর—আওয়ামী লীগ নো মোর!’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]