27238

05/10/2025 আ’লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর বড় জমায়েতের ডাক হাসনাতের

আ’লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর বড় জমায়েতের ডাক হাসনাতের

রাজ টাইমস ডেস্ক

৯ মে ২০২৫ ১০:৩৩

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ।

আজ সকাল ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই আহ্বান জানান তিনি। এ সময় দল-মত নির্বিশেষে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

ফেসবুকের পোস্টে হাসনাত বলেন, ‘বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে। এতে অংশ নেবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার।’

এ সময় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। সকাল পর্যন্ত তা অব্যাহত রয়েছে বলে জানা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]