05/10/2025 দুপুরের আগে আ.লীগের নিষিদ্ধ চান ড. মাসুদ
রাজ টাইমস ডেস্ক
৯ মে ২০২৫ ১০:৩৮
রাজধানীর যমুনার সামনে চলমান অবস্থান কর্মসূচিতে শুক্রবার (৯ মে) সকালে আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেছেন, ‘আজ দুপুরের আগেই সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
যমুনার সামনে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে ড. মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকার যে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে এসেছে, সেই ছাত্র-জনতাই এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছে। তিনি বলেন, ‘এই দাবি একক কারো নয়, এটি আজ দেশের সব দেশপ্রেমিক মানুষের কণ্ঠস্বর।’
আওয়ামী লীগের বিরুদ্ধে বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষ হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, ‘গণহত্যাকারী এই দলটিকে নিষিদ্ধ করতেই হবে। যারা এখনো এই দাবিকে দমন করতে চায়, তারা গণআন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।