27261

05/11/2025 রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

রাজ টাইমস ডেস্ক

১০ মে ২০২৫ ১৭:৩৬

আজ শনিবার রাত আটটায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে কী বিষয়ে আলোচনা করা হবে তা জানা যায়নি।

তবে সরকারি একটি সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জরুরি এই বৈঠক ডাকা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জরুরি এই বৈঠক ডাকার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের অবস্থান কর্মসূচির মধ্যে উপদেষ্টার পরিষদের জরুরি এই বৈঠক আহ্বান করা হলো।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে। এ বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]