27265

05/10/2025 আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফের উত্তাল ইবি, তিন দফা দাবি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফের উত্তাল ইবি, তিন দফা দাবি

ইবি প্রতিনিধি:

১০ মে ২০২৫ ১৯:০৯

আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে ফের বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার (১০ মে )ক্যাম্পাসের বটতলা থেকে শুরু হয়ে শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে জড়ো হয় তারা। এসময় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আবু সাঈদের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘চব্বিশের বাংলায়, সন্ত্রাসের ঠাঁই নাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ক্ষমতা না জনতা, জনতা জনতা’সহ বিভিন্ন স্লোগান দেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক মুবাশ্বির আমিন ও তানভীর মাহমুদ মন্ডল, ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, খেলাফত ছাত্র মজলিস ইবির সভাপতি সাদেক আহমেদ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই আন্দোলন আমরা সবাই একটি মেনডেটে একতাবদ্ধ হয়েছিলাম কিন্তু বর্তমানে সময়ে আমাদের কিছু ব‍্যাক্তিগত চাওয়া পাওয়ার কারণে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে কেউ কেউ নমনীয়তা দেখাচ্ছে তবে আমি আশাবাদী আগামী দিনে আমরা তাদের পাশে পাবো। আওয়ামী লীগ বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার নিষিদ্ধ না করলেও ৫ আগস্ট জনতা রায় দিয়ে দিয়েছে আওয়ামী লীগের রাজনীতি করার একতিয়ার বাংলাদেশে নাই শুধুমাত্র এখন আনুষ্ঠানিকতা বাকী।

এসময় তিনি ছাত্র জনতার পক্ষ থেকে তিন দফার দাবি জানান, প্রথমত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদের অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে, দ্বিতীয়ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তাদের বিচার বিধান সংযুক্ত করতে হবে, তৃতীয়ত জুলাইয়ের ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন করতে হবে তা বাস্তবায়ন করতে না পারলে জুলাইয়ের আন্দোলনকারীদের জীবন হুমকির মুখে পড়বে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]