05/12/2025 রাজপাড়া জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
পবা প্রতিনিধি:
১১ মে ২০২৫ ১৯:৫২
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার উদ্যোগে আজকে নগরীর একটি অভিযাত কমিউনিটি সেন্টারে দিনবাপি সদস্য (রুকন) শিক্ষা শিবির'২৫ অনুষ্ঠিত হয়েছে।
রাজপাড়া থানা আমির অধ্যাপক মোঃ নুরুল ইসলাম মনি এর সভাপতিত্বে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মাওলানা মোঃ কেরামত আলী।
থানা সেক্রেটারি মোঃ মাহাবুবুর রহমানের সঞ্চালনায় শিক্ষা শিবির অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কোরআন থেকে দারস পেস করেন- রাজশাহী জেলা নায়েবে আমির মাওলানা মোঃ আব্দুল খালেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন: ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশের প্রেক্ষাপট পরিবর্তনে মানুষের মন মানসিকতায় পরিবর্তন এসেছে। সাধারণ মানুষ ইসলামের দিকে- ইসলামী আন্দোলনের দিকে এগিয়ে আসছে। কৃষক শ্রমিক দিনমজুর, নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামায়াতে সামিল হচ্ছে। এসব মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য জামায়াতে ইসলামীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনবাপি শিক্ষা শিবিরে বিষয় ভিত্তিক আলোচনা রাখেন - রাজশাহী মহানগরী সাবেক আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. মোঃ আবুল হাসেম এবং প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দীন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদাত হোসাইন।
উক্ত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, সাবেক সেক্রেটারি ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর, সমাজ সেবা সেক্রেটারি আধ্যাপক মোঃ কামরুজ্জামান সোহেল। গ্রুপ স্টাডি পরিচালনা করেন: মহানগরী সাংগঠনিক সেক্রেটারি মোঃ জসিম উদ্দীন সরকার, প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ওলামা সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, কর্মপরিষদ সদস্য মোঃ আবু বকর সিদ্দিক।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজপাড়া থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আজমল হক খান, মোঃ বাবর আলী লিটন, মোঃ মেসবাহউল আলম, ইঞ্জিনিয়ার মখলেসুর রহমান, শরীফ আল মাহমুদ, ডাক্তার আলমগীর মোর্শেদ মতি, মোঃ আবু আব্বাস, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহিল কাফি, মাওলানা আব্দুস সবুর, মোঃ মনিরুজ্জামান সেন্টু, মোঃ আব্দুল্লাহিল কাফি-২, মোঃ গুলজার হোসেন, মোঃ নুরে আলম ও মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন প্রতিষ্ঠানিক-২ ওয়ার্ডের সভাপতি মোঃ আব্দুল্লাহিল কাফি, ৩নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ শামীম ফেরদৌস, ওলামা বিভাগের সদস্য হাফেজ মাওলানা আবুল হাসান, হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম, শ্রমিক কল্যাণের সদস্য মোহাম্মদ খাইরুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।