27296

05/13/2025 ৪০ বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর

৪০ বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর

রাজটাইমস ডেস্ক

১২ মে ২০২৫ ১৫:৪৮

২০০৯ সালের পিলখানার সেই ভয়াবহ বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় কারাগারে থাকা ৪০ জন সাবেক বিডিআর সদস্য জামিন পেয়েছেন। সোমবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শাহাদাৎ হোসেন।

জানা গেছে, ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম মিয়া গত ৮ মে এই জামিন আদেশ দেন। আদালতের ভাষ্য অনুযায়ী, জামিন আবেদনকারীদের নথি পর্যবেক্ষণ করে বিচারক সন্তুষ্ট হন এবং ৪০ জনের জামিন মঞ্জুর করেন। তবে বাকি আসামিদের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, জামিন পাওয়া ব্যক্তিদের মধ্যে কেউ কেউ আগে থেকেই দণ্ডপ্রাপ্ত। এমনকি মৃত্যুদণ্ড পাওয়া আসামিও রয়েছেন এই তালিকায়। তবে আদালত নির্দিষ্ট নথিপত্র যাচাই করে সিদ্ধান্ত দিয়েছেন।

জামিন পাওয়া ৪০ বিডিআর সদস্য হলেন— রেজাউল করিম, শাজাহান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শামীম, ওয়ালি উল্লাহ, হাবিবুর রহমান, তারিকুল ইসলাম, বনি আমিন চৌধুরী, মো. এ বারিক, ইমতিয়াজ আহমেদ নবীন, মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, সিদ্দিকুর জামান জোয়ার্দার ওরফে লিটন, মো. এ মোনাফ, আকিদুল ইসলাম, খলিলুর রহমান, কৌতুক কুমার সরকার, সালাউদ্দিন, সোহরাব হোসেন, কামাল হোসেন, মো. ইশহাক, দারুল ইসলাম, সুমন চক্রবর্তী, আবু সাঈদ, সেজান মাহমুদ, মো. সেলিম, বিধান কুমার সাহা, মাসুম হাসান, ফিরোজ মিয়া, তাপস কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম, কামাল মিয়া, নূর-এ-আলম মিয়া, এনামুল হক, শফিকুল ইসলাম, রবিউল আলম ও আল আমিন।

এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি একই মামলায় আরও ১৭৮ জন বিডিআর সদস্য জামিন পেয়েছিলেন। পরে ২৩ জানুয়ারি কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]