27302

05/13/2025 আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত

আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত

রাজ টাইমস ডেস্ক

১৩ মে ২০২৫ ১২:১০

আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপের পর এবার রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের বৈঠকের পর রাত সোয়া ৯টার দিকে প্রেস ব্রিফিংয়ে আসেন জ্যেষ্ঠ ইসি সচিব আখতার আহমেদ। ব্রিফিংয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

আখতার আহমেদ বলেন, ‘আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

এর ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সে অনুযায়ী আজকে আমরা গেজেট নোটিফিকেশনে জারি করেছি, আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]