27384

05/19/2025 পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণ; নিহত ৪, আহত ২০

পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণ; নিহত ৪, আহত ২০

রাজ টাইমস ডেস্ক

১৯ মে ২০২৫ ১১:৫৭

পাকিস্তানের বেলুচিস্তানের কিল্লা আব্দুল্লাহ জেলার গুলিস্তান বাজারে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

রবিবার (১৮ মে) এ ঘটনা ঘটে। জেলা প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, জব্বার মার্কেটের কাছে এই বিস্ফোরণের কারণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান ধসে পড়ে এবং আগুন ধরে যায়।

আহতদের স্থানীয় হাসপাতালে এবং গুরুতর আহতদের কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে। কিল্লা আব্দুল্লাহর ডেপুটি কমিশনার রিয়াজ খান হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, বাজারটি ফ্রন্টিয়ার কর্পস দুর্গের (এফসি) দেওয়াল সংলগ্ন। বিস্ফোরণের পর এফসি'স সদস্যদের সঙ্গে অজ্ঞাত বন্দুকদারীদের গোলাগুলি হয়েছে।

বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে এবং অভিযান শুরু করা হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]