27401

05/20/2025 কাশিমপুর কারাগারে নুসরাত ফরিয়া

কাশিমপুর কারাগারে নুসরাত ফরিয়া

রাজ টাইমস ডেস্ক

২০ মে ২০২৫ ০৯:০১

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে আনা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারা কর্তৃপক্ষ।

সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত রোববার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে ভাটারা থানায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তার জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]