27405

05/21/2025 জামিন পেলেন নুসরাত ফারিয়া

জামিন পেলেন নুসরাত ফারিয়া

রাজ টাইমস ডেস্ক

২০ মে ২০২৫ ১৩:৫৬

রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে জামিন দেন।

গতকাল এই মামলায় নুসরাতকে কারাগারে পাঠানো হয়। এর আগে ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, ছাত্র জনতার গণ-অভ্যুত্থান চলাকালে ভাটারা এলাকায় সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, আন্দোলন দমনে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

গত ২৭ মার্চ আদালতে এনামুল হক নামে এক ব্যক্তি ওই মামলা করেন। দায়ের করা মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পী এবং আরও ২৬৫ জনকে আসামি করা হয়।

আদালতের নির্দেশে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ মে মামলাটি নথিভুক্ত করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]