27465

05/26/2025 ধামইরহাটে ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ধামইরহাটে ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২৫ মে ২০২৫ ১৪:৫৪

নওগাঁর ধামইরহাটে ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। তিনি ভূমি সংক্রান্ত জটিলতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, বিভিন্ন মাধ্যমের খপ্পরে না পড়ে সরাসরি অফিসের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন। এছাড়াও জমি কেনার সাথে সাথে নামজারি এবং নিয়মিত কর পরিশোধের নির্দেশনা প্রদান করেন তিনি।

ভূমি নিয়ে বিভিন্ন মারা-মারি, মামলার উদ্ভব ও সমাধান বিষয়ে কথা বলেন ওসি আঃ মালেক। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন, শিক্ষক, ভূমি মালিক উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]