05/29/2025 ধামইরহাটে ভারি বৃষ্টিতে পাকা ধান নিয়ে বিপাকে কৃষক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
২৬ মে ২০২৫ ১৫:১৫
নওগাঁর ধামইরহাট উপজেলায় কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে পাকা বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। বৃষ্টির কারণে ক্ষেতের পাকা ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছেনা। ফলে পাকা ধানগুলো পানিতে লুটিয়ে পড়তে শুরু করেছে। জমিতে পানি জমিয়ে অনেক কৃষকের ধান ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়েছে। দ্রুত আবহাওয়া খড়ায় না গেলে ব্যাপক লোকসান দেখতে হবে কৃষকদের।
স্থানীয় কয়েকজন কৃষকরা জানান, আমন ধান ঘরে তোলার পরে তাদের ফসলি জমিগুলোতে রবিশস্য লাগিয়ে থাকেন। যার ফলে দেরিতে তাদের বোরো ধান রোপণ করতে হয়েছে। হঠাৎ জ্যৈষ্ঠের প্রথম মাস থেকে ভারি বর্ষণে জমিতে থাকা পাকা ধান ঘরে তুলতে পারছেন না তারা। অনেকেই আবহাওয়া ভালো দেখে ধান সেদ্ধ করেছে রোদের অভাবে সেদ্ধ ধান শুকাতে পারছেনা।
অনেক কষ্ট করে কেহ পানিতে ভিজে ধান কেটে বাড়িতে আনলেও রোদের অভাবে ভেজা ধান শুকাতে পারছেনা। ধান না শুকাতে পারলে ধান পচে যাবে তাতে করে খরচের টাকা উঠবে না বলে জানান কৃষকরা। এদিকে উপজেলার বিভিন্ন এলাকার মাঠগুলোতে এখানো বৃষ্টির পানিতে নিমজ্জিত রয়েছে বোরো ধান। বৃষ্টির স্থায়িত্ব বৃদ্ধি পেলে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। মাত্র ১০ দিন আবহাওয়া ঠিক থাকলে তাদের মাঠ থেকে ধানগুলো বাড়িতে আনতে পারতেন কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের জানান, উপজেলায় ১৮ হাজার ৭৭৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্জন হয়েছে ১৮ হাজার ৭৯৫ হেক্টর জমির ধান। চলতি মৌসুমে প্রায় শতকরা ৯০ ভাগ জমির বোরো ধান কৃষকরা ঘরে তুলতে পেরেছেন। বৃষ্টি কমলে বাকি ১০ ভাগ জমির ধান কৃষকরা ঘরে তুলতে পারবেন বলে তিনি জানান।