27554

08/08/2025 আইপিএলের শিরোপাজয়ী দল কত কোটি পাবে

আইপিএলের শিরোপাজয়ী দল কত কোটি পাবে

রাজ টাইমস ডেস্ক

৩ জুন ২০২৫ ১৯:২৪

আইপিএলের এবারের আসরে নতুন চ্যাম্পিয়নের মুখ দেখতে যাচ্ছে। আজ ফাইনালে খেলবে পাঞ্জাব কিংস ও রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলই আগে একবার করে ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি। এবার এ দুই দলের মধ্যকার ফাইনালে যে জিতবে, তারা হবে নতুন চ্যাম্পিয়ন দল।

আইপিএল ২০২৫ এর চ্যাম্পিয়ন দল ২০ কোটি রুপি পুরস্কার পাবে। এই পুরস্কার অর্থমূল্য ২০২২ সাল থেকে অপরিবর্তিত রয়েছে এবং এটি আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পুরস্কার।

দলীয় পুরস্কার:

চ্যাম্পিয়ন দল: ২০ কোটি রুপি

রানার-আপ দল: ১৩ কোটি রুপি

তৃতীয় স্থান: ৭ কোটি রুপি

চতুর্থ স্থান: ৬.৫ কোটি রুপি

ব্যক্তিগত পুরস্কার:

অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান): ১৫ লাখ রুপি

পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট): ১৫ লাখ রুপি

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: ১২ লাখ রুপি

ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন: ২০ লাখ রুপি

এছাড়া সুপার স্ট্রাইকার, গেমচেঞ্জার, মোস্ট সিক্স, মোস্ট ফোর, বেস্ট ক্যাচ, প্রতিটি বিভাগে ১০ লাখ রুপি করে দেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]