27618

08/08/2025 ওয়ানডের নতুন অধিনায়ক মিরাজ

ওয়ানডের নতুন অধিনায়ক মিরাজ

রাজ টাইমস ডেস্ক

১২ জুন ২০২৫ ২০:০৬

দুপুরে সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়কত্বের প্রশ্নে নাজমুল হোসেন শান্ত জানান, যাকেই দায়িত্ব দেওয়া হোক ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত যেন হয়।

ওই কথা বলার ঘণ্টা চারেক পার হওয়ার আগেই ওয়ানডেতে নতুন অধিনায়ক খুঁজে নিয়েছে বিসিবি। ওয়ানডেতে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।

তিনি জানান, আজকে জুমে আমরা বিসিবির পরিচালকরা একটা সভায় বসেছিলাম। সেখানে সবাই একমত হয়েছি তিন ফরম্যাটে তিনজনকে দায়িত্ব দেওয়া হবে। ওয়ানডেতে তো শান্ত আর মিরাজই অপশন ছিল।

তাই এখানে মিরাজকে বেছে নেওয়া হয়েছে। এখনই আপাতত আনুষ্ঠানিক ঘোষণা আসছে। আজ-কালকের মধ্যে বিষয়টি জানানো হবে।

অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হবে মিরাজের। এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তিন ম্যাচে দায়িত্ব পালন করেছেন

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]